নিজস্ব সংবাদদাতা: আজ চলছে সপ্তম তথা শেষ দফা নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার পর্ব। আর সেই পর্বকে ঘিরেই ধুন্ধুমার বাঁধল আলিপুরের সার্ভে বিল্ডিং-এর সামনে। কেন্দ্রের জোট তকমা ভুলে গিয়ে কার্যত মারমুখি হয়ে উঠল বাম-তৃণমূল। সৃজন, সাইরা, প্রতীকের মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে এমন ভাবেই তৈরি হল উত্তেজনাপূর্ণ পরিস্থিতি।
এদিন সকালেই তিন বাম নেতা-নেত্রী মিছিল করে যাচ্ছিলেন মনোনয়ন জমা দিতে। আলিপুর সার্ভে বিল্ডিং-এর সামনে গিয়ে সাইরা হালিম চলে যান ভিতরে মনোনয়ন জমা দিতে। আর সৃজন ভট্টাচার্য এবং প্রতীকূর রহমান চলে যান নিজেদের মনোনয়ন জমা দিতে। কিন্তু তখন বাইরে পৌঁছে গিয়েছেন দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায় সহ তৃণমূলের কর্মী সমর্থকেরা। সেই সময়ই সিপিএমের কর্মী সমর্থকেরা তৃণমূলকে দেখে ‘চোর’ স্লোগান দিতে থাকে। পালটা তৃণমূলও দেয় ‘চোর’ স্লোগান। আর তা নিয়েই উত্তেজনা ছড়ায় দুই দলের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। দুই দলের মাঝে ব্যারিকেড করে দাঁড়াতে হয় পুলিশকে। প্রবল উত্তেজনা ছড়ায় আলিপুর সার্ভে রোডে। প্রায় ঘন্টা দেড়েক পরে পরিস্থিতি সামাল দেয় পুলিশ।