নিজস্ব সংবাদদাতাঃ কঙ্গোর উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসে অন্তত ১৭ জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। সিভিল সোসাইটি সংগঠন ফোর্সেস ভিভেসের সভাপতি মাথিউ মোল জানিয়েছেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় মংলা প্রদেশের লিসাল শহরে কঙ্গো নদীর তীরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা পাহাড়ের পাদদেশে নির্মিত বাড়িতে থাকতেন।
তিনি বলেন, 'প্রবল বর্ষণে ভূমিধসসহ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংসস্তূপের নিচে মৃতদেহ পড়ে থাকায় মৃতের সংখ্যা এখনও অস্থায়ী।'
গভর্নর সিজার লিম্বায়া এমবাঙ্গিসা বলেছেন, 'ধ্বংসাবশেষ পরিষ্কার করতে এবং জীবিতদের বাঁচানোর জন্য যন্ত্রপাতির অত্যন্ত প্রয়োজন ছিল।' সূত্রে খবর, গভর্নর নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।