নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে পড়ে গিয়ে কপালে গুরুতর আঘাত পান মুখ্যমন্ত্রী। গতকাল সন্ধ্যাতেই মুখ্যমন্ত্রীকে তড়িঘড়ি এসএসকেএমে নিয়ে আসা হয়। তাঁর কপালে ৩টি এবং নাকে একটি সেলাই পড়ে। আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন মুখ্যমন্ত্রী।
কিন্তু এই সবের মাঝে যে বিষয়টি এখনও সবচেয়ে বেশি জোরালো তা হল, চিকিৎসকের মন্তব্য। কেননা, গতকাল মেডিক্যাল বুলেটিনে এসএসকেএমের ডিরেক্টরের মন্তব্য ছিল, ‘পিছন থেকে ধাক্কার জন্য পড়ে গিয়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী’। তারপরই প্রশ্ন ওঠে বাড়িতে মুখ্যমন্ত্রীকে কে পিছন থেকে ধাক্কা মারলেন। এই সবের মাঝে ফের একবার প্রশ্নের মুখে চলে এসেছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা। তাই এদিন অভূতপূর্ব ভাবেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। একই সাথে লালবাজারের বিশেষ দল এই ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে মুখ্যমন্ত্রী আঘাত পেলেন? সেই সময় কারা কারা ছিলেন তাঁর আশেপাশে? সেই সবই খোঁজ নিয়ে দেখছেন তদন্তকারী অফিসারেরা।