সবজি বাজার: ভেন্ডি ১০০, পটল ৮০, তবে কি ‘নুনভাত’-এরই ব্যবস্থা করছে সরকার?

বাজারে চলতি সবজি সবই ১০০ কিংবা ১০০ ছুঁইছুঁই। অথচ এই সব কিছুই দেখার আগে চোখ বন্ধ করে নিচ্ছে রাজ্য সরকার। কোন কিছুরই ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না সরকারকে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Vegetable-Market 1

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আবহাওয়ার গরম এবার খানিকটা কমার পথে। কিন্তু বাজারের গরম কমছে কই? বরঞ্চ নিত্যদিন বাজার যেন অগ্নিকুণ্ড হয়ে উঠছে। বাজারে হাত দিতে গেলে মধ্যবিত্তদের হাতে ছ্যাঁকা খেতে হচ্ছে।

ফের সেঞ্চুরি হাঁকিয়েছে ভেন্ডি, উচ্ছে। আর সেঞ্চুরির পথে রয়েছে করলা, পটল, ঝিঙে, বরবটি, টমেটো আর না জানি কত কি!

আর আদার ক্ষেত্রে, বিক্রেতারা নিজেরাই বলছেন এত দাম এই প্রথম দেখছেন। যে আদা কিছুদিন আগে পর্যন্তও ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল; তাই এখন ৩৫০ টাকা কেজি দরে বিকোচ্ছে। দোকানে তাই সেই আদা, বিক্রেতারা আনছেনই এক কেজির পরিমাণে। কেননা তারা বুঝতে পারছেন মানুষ এই আদা কিনবে না বা বলা ভালো এত দাম দিয়ে আদা অনেকেই কিনতে পারবেন না।

এবার একনজরে দেখে নিন সবজির দামের এই মূল্যবৃদ্ধি–

Vegetable-Market

ঝিঙে – ৮০ টাকা কেজি

বেগুন – ৮০ – ১০০ টাকা বেজি

দেশী পটল – ৮০ টাকা কেজি

উচ্ছে – ১০০ টাকা কেজি

ভেন্ডি – ১০০ টাকা কেজি

বরবটি – ৮০ টাকা কেজি

অর্থাৎ চলতি সবজি সবই ১০০ কিংবা ১০০ ছুঁইছুঁই। অথচ এই সব কিছু চোখ বন্ধ করে দেখছে রাজ্য সরকার। কোন কিছুরই ব্যবস্থা নিচ্ছে না সরকার। আর দেখাও মিলছে না সুফল বাংলা স্টলের। বিক্রেতারাও এই বলেই হাত তুলে দিয়েছেন বৃষ্টি হচ্ছে না, মাঠে সবজি নষ্ট হয়ে যাচ্ছে, তাই এই চড়া দাম।

আর দুজনের মাঝে পড়ে আমজনতা বলছে খাব কি? তাহলে কি নুনভাত-এই ফিরতে চলেছে দিন!