নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যের (West Bengal) মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেছিলেন, “কোনও কুড়মি নেতাকে ছাড়ব না।" এরপর পাল্টা মন্তব্য করা হয়েছে কুর্মিদের (Kurmi) পক্ষ থেকে। কুর্মি নেতা অজিত মাহাতো (Ajit Mahato) বলেছেন, "আমরাও তৈরি, আমরাও ছেড়ে কথা বলব না।" শুক্রবার তৃণমূলের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরী হয়েছিল শালবনিতে। তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের কনভয়ে হামলার অভিযোগ উঠেছে ইতিমধ্যে। তৃণমূল নেতা, কর্মী, সমর্থকদের বিরুদ্ধে আন্দোলনকারীরা ক্ষোভ উগড়ে গিয়েছেন বলে অভিযোগ। ধুন্ধুমার পরিস্থিতিতে মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাঁচ ভেঙেছে বলে জানা গিয়েছিল।