নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার ঝাড়গ্রামে (Jhargram) তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কনভয়ে হামলার ঘটনায় কুর্মি সম্প্রদায়ের কোনও হাত ছিল না বলে জানিয়েছেন কুর্মি সম্প্রদায়ের প্রবীণ নেতা। হামলাকারীদের চিহ্নিত করতে কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (CBI) তদন্তের দাবি জানিয়ে কুর্মি সম্প্রদায়ের প্রবীণ নেতা সুদীপ মাহাতো বলেন, "আমি স্পষ্ট করে বলতে চাই যে আমাদের সম্প্রদায়ের কেউ ওই সংঘর্ষে উপস্থিত ছিল না। এর মধ্যে আমাদের টেনে আনা হচ্ছে। আমরা বিচার বিভাগীয় তদন্ত বা সিবিআই তদন্ত চাই বাস্তবতা খুঁজে বের করার জন্য। হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বা ক্যামেরার ভিডিও পরীক্ষা করা হোক।'