'যেখানে ইচ্ছে বসবেন, মুখ্যমন্ত্রীকে ততবার যেতে হবে?' অনশন যুক্তিসঙ্গত নয়-জুনিয়র ডাক্তারদের কড়া জবাব কুণালের

জুনিয়র ডাক্তারদের জবাব দিলেন কুণাল ঘোষ।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
Kunal ghosh

file pic

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ জানা গিয়েছে, জুনিয়র চিকিৎসকরা বলেন," মুখ্যমন্ত্রী একবার আসতে পারলেন না?"

জুনিয়র ডাক্তারদের জবাবে তৃণমূল নেতা কুণাল ঘোষ টুইটে বলেন, " মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ধর্নামঞ্চে গেছিলেন। জ্যোতিবাবুর মত পুলিশ দিয়ে পিটিয়ে তুলে দেননি। মুখ্যমন্ত্রী মমতা নিজের বাড়িতে বৈঠক করেছেন, নবান্নেও। আপনারা যখন যেখানে ইচ্ছে বসবেন, আর মুখ্যমন্ত্রীকে ততবার যেতে হবে? তদন্তে CBI, মামলা কোর্টে, পরিকাঠামো বাড়াচ্ছে সরকার। সেখানে অনশন যুক্তিসঙ্গত নয়। কিছু লোকের প্ররোচনায় রাজনৈতিক চিত্রনাট্যে কয়েকটি ছেলেমেয়ের শরীরে চাপ দিয়ে অরাজকতার চেষ্টা হচ্ছে।"