"... একজন বিজেপি কর্মীও গ্রেপ্তার হয়েছিল"

রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণকাণ্ডে আজ এনআইএ গ্রেপ্তার করেছে দুই সন্দেহভাজন ব্যক্তিকে। এই প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে পোস্ট করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। 

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
kunall ghoshq.jpg

নিজস্ব সংবাদদাতা: বেঙ্গালুরু বিস্ফোরণে আজ দুই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এনআইএ। এই প্রসঙ্গে সমাজমাধ্যমে একটি পোস্ট করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি লিখেছেন, "NIA-কেও মানতে হল রাজ্য পুলিশের সক্রিয় সহযোগিতার কথা।
বেঙ্গালুরু বিস্ফোরণে জড়িত বলে যে গ্রেপ্তার তারা করেছে, তাতে তাদের প্রেস রিলিজেও রাজ্য পুলিশের সহযোগিতার উল্লেখ।
আর কোথা থেকে ধরেছে?
কাঁথি।

kunal ghosh djfk.jpg


সবাই জানে সেখানে কোন্ পরিবার দুষ্কৃতীদের আনে, আশ্রয় দেয়। এসবে তাদের ভূমিকার তদন্ত হোক।
বাংলার পুলিশ দেশবিরোধী অশুভ শক্তিকে দমন করতে অবিচল এবং অন্য এজেন্সিকে সহযোগিতা করতেও প্রস্তুত, আবার প্রমাণিত। তাছাড়া মনে রাখুন, এই মামলায় একজন বিজেপি কর্মীও গ্রেপ্তার হয়েছিল।"

kunal ghosh fg.jpg

Add 1