নিজস্ব সংবাদদাতা: নির্বাচনী ফলাফল প্রকাশের পর স্পষ্ট বোঝা গিয়েছিল যে, বাংলার মানুষ তৃণমূল সরকারের উপরেই আস্থা রেখেছে। কিন্তু, তৃণমূল সরকার প্রদত্ত ভাতা ও বিভিন্ন প্রকল্প সম্পর্কে বিরোধী শিবির থেকে নানান কটাক্ষমূলক মন্তব্য আসতে শুরু করে। অনেকেই মন্তব্য করেন যে, লক্ষ্মীর ভাণ্ডারের মতো নানান ভাতা দিয়ে ভোট কিনেছে তৃণমূল।
এই সম্পর্কে নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট শেয়ার করে তৃণমূল নেতা কুণাল ঘোষ লিখেছেন, "পরবর্তী 'দুয়ারে সরকার' শিবিরে একটা 'ফেরত' কাউন্টার রাখা হোক।
যাঁরা বা যে সব দল লক্ষ্মীর ভান্ডার এবং পরিষেবাগুলি নিয়ে কটাক্ষ করছেন, তাঁরা সদলে, সপরিবারে গিয়ে ফেরত দিয়ে আসুন।"