নিজস্ব সংবাদদাতা: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
/anm-bengali/media/media_files/UNn8JczIhdsgN1pExYf0.jpg)
আরও জানা গেছে, রবিবার পর্যন্ত কলকাতা এবং দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
/anm-bengali/media/media_files/Kj2OqXPWYpYoWecH5gyw.jpg)
শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজকে কলকাতার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৬৯ শতাংশ।
/anm-bengali/media/post_attachments/aebba0ac7d36125b16c75d723568231f77bcdba35d078699af6fc1a31d4371ac.webp)