বাড়ছে তাপমাত্রা... পুড়ছে তিলোত্তমা!

জেনে নিন আজ সারাদিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া!

author-image
Shroddha Bhattacharyya
New Update
FBGNM,

নিজস্ব সংবাদদাতা: গোটা দক্ষিণবঙ্গের মানুষ পথ চেয়ে আছে এক পশলা বৃষ্টির আশায়। কিন্তু আবহাওয়া বলছে অন্য কথা। আজ সকাল থেকেই প্রখর রোদের তেজে উত্তপ্ত হয়ে উঠেছে তিলোত্তমা। 

weather heat.webp
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে।

Weather | Cloudy spell to continue in Kolkata but slim chances of rainfall  - Telegraph India

আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। 

publive-image