তিলোত্তমা বদলাবে হাওয়া, সতর্ক হোন এখনই

বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে সারাদিনই, তবে তা স্বল্প থেকে মাঝারি বলেই জানা যাচ্ছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
sun_and_rain_together_by_8darkartist8_d29r3x7-fullview.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: কলকাতার আকাশেও এদিন রয়েছে মেঘের আনাগোনা। কখনও অল্প বিস্তর রোদের দেখা মিলবে, তো কখনও আবার মেঘের কাছে আড়াল হবে সূর্য। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশের কাছাকাছি। বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে সারাদিনই, তবে তা স্বল্প থেকে মাঝারি, বলেই জানাচ্ছে হাওয়া অফিস।