নিজস্ব সংবাদদাতা: বৃষ্টির পরিমাণ কমেছে গত কয়েকদিন ধরে। গতকাল মেঘলা আকাশ থাকলেও সেই অর্থে বৃষ্টি নামেনি। ফলে অস্বস্তির গরম দেখা গিয়েছে শহর জুড়ে। আর এদিন ভোর হতেই নামে বৃষ্টি।
যা জানা যাচ্ছে, আজও আবহাওয়া সারাদিন একই রকম থাকবে। ভারী মেঘ এলে বৃষ্টি নামবে। নতুবা অস্বস্তি বাড়বে সারাদিনে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিক। অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৪ শতাংশ। তবে ভোররাতে বৃষ্টি হওয়ায় এখন আবহাওয়া খানিকটা স্বস্তিদায়ক রয়েছে। তবে আবহাওয়াবিদরা বলছেন, এই স্বস্তির পরিবেশ ক্ষণস্থায়ী, আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বেলা বাড়তেই।