নিজস্ব সংবাদদাতা: আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ। এবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ পথে নামতে চলেছে পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ।
তারা ডাক দিয়েছে নবান্ন অভিযানের। গতকালই রাজ্য পুলিশের দক্ষিন শাখার এডিজি সুপ্রতিম সরকার জানিয়েছেন, এই অভিযানের জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। অন্যদিকে মনোজ ভার্মা জানিয়েছেন এই অভিযান সম্পূর্ণ বেআইনি। তাছাড়াও আজ ইউজিসি নেট পরীক্ষাও দিতে যাবেন নানান পরীক্ষার্থীরা।আজ অশান্তি এড়াতে আগেভাগে প্রস্তুতি নিয়েছে কলকাতা পুলিশ।
লালবাজার সূত্রে খবর, আজ ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। মোট ১৯টি পয়েন্টে থাকছে ব্যারিকেড। উল্লেখ্য, বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ৫টি অ্যালুমিনিয়াম ব্যারিকেড করা হয়েছে।