নিজস্ব সংবাদদাতা: ঈদের দিন সকালে টুইট বার্তায় বলেছিলেন শান্তির কথা। আর নামাজ পাঠের পরও একই বার্তা দিলেন কলকাতা পুরসভার মেয়র। নামাজ পাঠ করে বেরিয়েই তিনি বললেন, “বিরোধী ভাইদের বলব, শান্তিপূর্ণ থাকতে। বোমা, গুলি আমদানি থেকে সরে আসুন। পায়ের তলায় মাটি নেই বলে এগুলো করবেন না। পুলিশকে বলব, সতর্ক ভাবে বাংলার মানুষকে ভোটাধিকার পালনের সুযোগ করে দিন। ২০১১ এবং ২০১৬ তে কেন্দ্রীয় বাহিনী মুড়ে দিয়ে ভোটে যেভাবে তৃণমূল কংগ্রেসের পাশে মানুষ ছিলেন, এবারেও যত ইচ্ছা বাহিনী আসুক, তৃণমূল মানুষের ওপর ভরসা করে। এবং মানুষ তৃণমূল কংগ্রেসের ওপর। বিরোধীরা এবার আর বলতে পারবে না তৃণমূল কংগ্রেস করছে। বাহিনী এসে গেছে। উত্তেজনা এবং মারপিট করবেন না। মানুষ পাত্তা দেবে না”।
কার্যত হাসি মুখে বিরোধীদের উদ্দেশ্যে এদিন কটাক্ষ ছুঁড়ে দেন ববি হাকিম। একই সাথে আগামীকাল অনুব্রতর গড় বীরভূমে ভোট প্রচারে যাবেন তিনি, সে বিষয়টিও উল্লেখ করে দেন ববি হাকিম।