চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, ভাসবে কি তিলোত্তমা?

শুক্রবার রয়েছে তৃণমূল-কংগ্রেসের মেগা ইভেন্ট। ২১ শে জুলাই উপলক্ষ্যে সমস্ত প্রস্তুতি প্রায় শেষ। কিন্তু মুষলধারে বৃষ্টিতে কতোটা ব্যাঘাত ঘটবে, এখন সেটাই দেখার।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
kolkata rain 1.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: কখনও টিপটাপ, কখনও মুষলধারে মহানগরের বৃষ্টির আপডেট এখন এটাই। আর হাওয়া অফিস বলছে, এবার টিপটিপের গতিও বাড়বে। অন্তত আগামী ৪৮ ঘন্টা বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বলেই জানা যাচ্ছে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮২ শতাংশ।

বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে আগামী দু’দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর আগামীকালই রয়েছে তৃণমূল-কংগ্রেসের মেগা ইভেন্ট। ২১ শে জুলাই উপলক্ষ্যে এমনিই প্রস্তুত স্টেজ, প্রস্তত দলও। কিন্তু বরুণ দেবের কতোটা প্রভাব পড়ে আগামীকাল, এখন সেটাই দেখার।