বেলপাতা দিয়ে শিব পুজো তো করেন, জেনে নিন বেলগাছ বাড়িতে লাগানো শুভ কি না

শিব পুজো বেলপাতা ছাড়া সম্ভব নয়। সেই বেলগাছ বাড়িতে লাগানো শুভ কি না...

author-image
Tamalika Chakraborty
New Update
bel tree.jpg

নিজস্ব সংবাদদাতা: মানুষ মনে করেন, বেলপাতা দিয়ে শিব পুজো করলে নাকি দেবতা খুশি হয়। যে ব্যক্তি সোমবার বেলপাতা দিয়ে শিবপুজো করেন, তাঁর জীবনের সমস্ত দুঃখকষ্ট দূর হয় বলে মানুষের বিশ্বাস। আপনি যদি বেলগাছ বাড়িতে লাগান। প্রতিদিন পুজো করেন, তাহলে সমস্ত পিতৃদোষ দূর হয়। যে বাড়িতে বেল গাছ লাগানো হয়, সেখান থেকে অশুভ শক্তি দূর হয়। বাস্তু অনুযায়ী বেলগাছ বাড়ির উত্তর-পশ্চিম দিকে লাগানো উচিৎ।