West Medinipur Weather: মেদিনীপুরের আকাশও মেঘলা, কমেছে গুমোট ভাব

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার মতনই মেদিনীপুরেও আকাশ মেঘলা। সকাল থেকে চলছে ঝিরঝিরে বৃষ্টি। নেই গুমোট গরমের প্রভাব। বেশ স্বস্তিতে রয়েছে মেদিনীপুর বাসী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
medinipur rain

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: সকাল সকাল মেঘলা আকাশ দেখে মন খুশি পশ্চিম মেদিনীপুরবাসীর। টানা চলতে থাকা গুমোট ভাব, আজ থেকে কমেছে। তাপমাত্রা ২৮-৩০ এর মধ্যে ঘোরা ফেরা করছে। যা জানা যাচ্ছে, আজ এই এলাকা গুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি।

অর্থাৎ অন্যান্য দিনের থেকে ৪-৫ ডিগ্রী কম থাকবে বলেই জানা যাচ্ছে। ছিঁটেফোঁটা বৃষ্টিও হয়েছে সকাল থেকে। সারাদিনই এরকমই আবহাওয়া থাকবে বলে জানা যাচ্ছে। অনান্য দিনের থেকে গরমের অনুভূতি কিছুটা কমই রয়েছে এদিন। ফলে স্বস্তিতে এলাকার মানুষজন।