জামাইষষ্ঠীর আগে জেনে নিন শুভ সময়

বৃহস্পতিবার পালিত হবে জামাইষষ্ঠী । তাই আজই জেনেনিন জামাইষষ্ঠীর শুভ সময় ।

author-image
New Update
jamai 2

নিজস্ব সংবাদদাতাঃ  জামাই ষষ্ঠী বঙ্গ হিন্দু সম্প্রদায়ের একটি বিশেষ উৎসব।  আগামীকাল গোটা বাংলা জুড়ে পালিত হবে   জামাইষষ্ঠী।   ১০ই  জ্যৈষ্ঠ জামাইষষ্ঠী শুরু হবে  ৩টে ২৮ মিনিটে (রাত্রি) এবং  জামাইষষ্ঠী শেষ হবে  ১১ই জ্যৈষ্ঠ ৫টা ২৬ মিনিটে (বিকাল) । উল্লেখ্য, জামাইষষ্ঠী খুবই গুরুত্বপূর্ণ আর আনন্দের একটি উৎসব। বিভিন্ন উৎসবের মত  জামাইষষ্ঠীরও  গুরুত্ব রয়েছে।