নিজস্ব সংবাদদাতা: জ্যোতিষে বলা হয়, শুভ কাজ অশুভ সময়ে করলেও কোনও ফল আসে না। এই সময়টাকে বলে পঞ্চক। ২০২৩ সালের এই পঞ্চক ১৭ ডিসেম্বর অর্থাৎ রবিবার থেকে শুরু হচ্ছে। জেনে নিন, কীভাবে এই পঞ্চক বা বাধা কাটাবেন।
রবিবার বিকেল ৩টে বেজে ৪৫ মিনিটে শুরু হবে এই পঞ্চক। ২১ ডিসেম্বর রাত ১০.০৯ এ শেষ হবে। এই সময় ঘাস, কাঠ এই জাতীয় জিনিস নিজের কাছে রাখবেন না। অগ্নিকাণ্ডের প্রবল সম্ভাবনা থাকে। পাশাপাশি যাঁরা শারীরিক অসুস্থতায় ভুগছেন, নিজেদের শরীরের দিকে নজর দেবেন। না হলে শারীরিক অবস্থার অবনতির সম্ভাবনা থাকে।