নিজস্ব সংবাদদাতা: চলতি বছরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ হয়েছিলেন অভিষেক নায়ার। কলকাতা নাইড রাইডার্সকে জেতানোর পিছনে তার অনবদ্য ভূমিকা রয়েছে।
/anm-bengali/media/post_attachments/fbcced6698497b841b1f2aa59a5a6234197210427cc386abb5ec4e550ebb50b8.jpg)
সম্প্রতি, একটি আলোচনা সভায় যোগ দিয়েছিলেন নায়ার। সেখানে তাকে প্রশ্ন করা হয় যে, একজন ক্রিকেটারের জীবনে যৌনমিলন কতটা দরকার?
/anm-bengali/media/post_attachments/96cf566a42075e42532f4b83fc9e606828486d6aa59d36fce502eb873c7a51f0.jpeg)
তার উত্তরে তিনি বলেন যে, প্রত্যেকটা মানুষের জীবনে যৌনমিলন দরকার। কোনও মানুষের পক্ষে যৌন চাহিদা ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়। প্রত্যেকে নিজস্ব নিয়ম অনুযায়ী যৌন মিলন করে। এর কোনও নির্দিষ্ট নিয়ম নেই। তবে, ক্রিকেটারদের উন্নতি বা অবনতির জন্য এর গুরুত্ব কতটা, তার উত্তর জানা নেই বলেই তিনি জানিয়েছেন।
/anm-bengali/media/post_attachments/3e67f44f7fc10ea01569a20e9fe37465d0e0061091bbc221f28292e421eda6e6.webp)