দুর্গাপুজো শেষ! শুরু হয়ে গেল জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি

দুর্গাপুজো শেষ হয়ে গেল। তবে বাঙালির বারো মাসে তেরো পার্বণ শেষ হয়নি। এবার আবার আসছে জগদ্ধাত্রী পুজো। শুরু হয়ে গেল জগদ্ধাত্রী পুজোর সেই প্রস্তুতি।

author-image
Anusmita Bhattacharya
New Update
jaggu1

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় সুরেরহাট মাঠে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল খুঁটি পুজোর মধ্যে দিয়ে।চন্দ্রকোনা সর্বজনীন জগদ্ধাত্রী পুজো ও মিলন মেলার খুঁটি পুজো সম্পন্ন হল সুরেরহাট মাঠে। চন্দ্রকোনা মিলন মেলা কমিটির উদ্যোগে এই বছর ৭তম জগদ্ধাত্রী পুজোর আয়োজন হতে চলেছে। ২১ নভেম্বর রয়েছে জগদ্ধাত্রী পুজো। তার আগেই খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজোর প্রস্তুতি শুরু করে দিল চন্দ্রকোনা মিলন মেলা কমিটি।

এদিন সুরেরহাট মাঠে পুরোহিত, ঢাকি সহকারে মিলন মেলা কমিটির পদাধিকার ও সদস্যদের উপস্থিতিতে মহা ধূমধাম করে খুঁটি পুজোর আয়োজন করা হয়। পুজোর উদ্যোক্তা চন্দ্রকোনা মিলন মেলা কমিটির পক্ষ থেকে এই পুজোর মাথায় রয়েছেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরুপ ধাড়া। চন্দ্রকোনা শহরে প্রথম জগদ্ধাত্রী পুজোর সূচনা হয় চন্দ্রকোনা মিলন মেলা কমিটির হাত ধরে। পুজোর শুরুতে রক্তদান শিবিরসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড যেমন রয়েছে তেমন এর পাশাপাশি পুজোর ক'দিন নামীদামি শিল্পীদের সঙ্গে নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকছে। প্রতি বছর ঝাঁকজমক থিমের পুজোর আয়োজন করে চন্দ্রকোনা মিলন মেলা কমিটি। এই বছর তাদের থিম থাকছে 'সৌর উপজাতি'। সম্প্রীতি রক্ষা করা এবং মিলন ক্ষেত্র তৈরি করাই পুজোর মুল লক্ষ্য। বিভিন্ন ধর্মের মানুষ এই পুজোয় অংশ নেয়, এমনটাই জানান পুজো উদ্যোক্তারা।

hiring.jpg