পিওকে-তে একের পর এক বাঙ্কার গুঁড়িয়ে দিল ভারত, উত্তেজনা তুঙ্গে
করাচি থেকে পুঞ্চ—দু’মুখে পাকিস্তানকে জবাব দিল ভারতীয় সেনা
জম্বুতে ফের বিস্ফোরণ— ভোর হতেই কেঁপে উঠল গোটা শহর
দোকান ভাঙল, গাড়ি জ্বলল—জম্মু সীমান্তে পাকিস্তানের উসকানিমূলক শেলিং
জয়সলমেরে পাকিস্তানি ড্রোন ধ্বংস, বললেন স্থানীয়রা—"ভয় নেই, সেনার উপর ভরসা আছে"
পাকিস্তানের ড্রোন হামলা রুখে দিল ভারতীয় সেনা, এক রাতেই ধ্বংস ৫০টির বেশি ড্রোন
এক রাতেই বদলে গেল চিত্র! প্রশাসনের নির্দেশে উধমপুরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান
যখন তখন বিপদের আশঙ্কা! রাজস্থানে আচমকা রেড অ্যালার্ট জারি
মুজাফফরাবাদ এবং অন্যান্য অঞ্চলে ভারত আঘাত হানে

চান্ডির জন্যে দুঃখপ্রকাশ করলেন খাড়গে!

ওমেন চান্ডির মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এদিন টুইট করে শোকপ্রকাশ করেছেন তিনি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
oommen-chandy.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এদিন ওমেন চান্ডির মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন।

এদিন খাড়গে টুইট করে লিখেছেন, “চান্ডি ছিলেন কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একজন কট্টর কংগ্রেস নেতা। যিনি জনসাধারণের নেতা হিসাবে পাশে দাঁড়িয়ে ছিলেন। অটল ওমেন চান্ডির প্রতি তাই আমার বিনম্র শ্রদ্ধা। তাঁর দূরদর্শী নেতৃত্ব কেরালার অগ্রগতিতে একটি অদম্য চিহ্ন রেখে গেছে। জনগণের প্রতি তাঁর সেবা উৎসর্গ করার জন্য তাঁকে সর্বদায় স্মরণ করা হবে। পরিবার ও সমর্থকদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল”।