বিগ ব্রেকিংঃ চমক দিল রাজ্য সরকার-প্রত্যাহার 'এক জাতি, এক নির্বাচন'!

'এক জাতি, এক নির্বাচন' নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেরালা বিধানসভা।

author-image
Aniruddha Chakraborty
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ আজ কেরালা বিধানসভা কেন্দ্রীয় সরকারকে তার প্রস্তাবিত 'এক জাতি, এক নির্বাচন' সংস্কার প্রত্যাহারের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে, এই সংস্কারকে অগণতান্ত্রিক এবং দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য ক্ষতিকারক বলে বর্ণনা করেছে।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ১৮ সেপ্টেম্বর এক্স-এ একটি পোস্টে কেন্দ্রীয় মন্ত্রিসভার সংস্কারের অনুমোদনের সমালোচনা করে অভিযোগ করেছিলেন যে এটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে দুর্বল করছে এবং কেন্দ্রকে নিরঙ্কুশ ক্ষমতা দিচ্ছে। রাষ্ট্রপতি শাসন ও সাংবিধানিক মূল্যবোধকে ধ্বংস করার এই সঙ্ঘ পরিবারের পদক্ষেপকে প্রতিহত করতে হবে। গণতন্ত্র রক্ষায় গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিরোধী দলনেতা ভি ডি সতীশনও এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে এটিকে ভারতীয় গণতন্ত্রের পক্ষে "অবাস্তব" বলে অভিহিত করেছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সঙ্ঘ পরিবারের বিরুদ্ধে ক্ষমতা কেন্দ্রীকরণের চেষ্টার অভিযোগ করেছিলেন। সিপিআই জীবনের সমস্ত ক্ষেত্রে একাত্মতা চাপিয়ে দেওয়ার লক্ষ্যে আরএসএসের সমালোচনা করেছিল। এক কর, এক ভাষা, এক সংস্কৃতি, এক ধর্মের পর তারা এখন এক নির্বাচন, এক দল ও এক নেতার দিকে এগোচ্ছে।