নিজস্ব সংবাদদাতাঃ 'যীশু খ্রীষ্টের সঙ্গে দেখা করার জন্য' অনাহারে থাকা কেনিয়ার একটি সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত তদন্তে মঙ্গলবার নতুন করে ১৯ জনের মৃতদেহ উদ্ধারের পর মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে বলে জানা গিয়েছে।
উপকূলের আঞ্চলিক কমিশনার রোডা ওনিয়াঞ্চা বলেন, '১৯টি মৃতদেহ উত্তোলনের পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৩ জনে।'
পুলিশ ধারণা করছে, ভারত মহাসাগরীয় শহর মালিন্দির নিকটবর্তী একটি জঙ্গলে পাওয়া মৃতদেহগুলোর বেশিরভাগ পল এনথেঞ্জ ম্যাকেঞ্জির অনুসারীদের, যিনি ১৪ এপ্রিল থেকে কারাগারে রয়েছেন।