নিজস্ব সংবাদদাতা: আবগারি দুর্নীতি মামলায় ইডির দফতরে জাননি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইডি-র সামনে হাজির হওয়া আজ এড়িয়ে গেলেন তিনি। আর তারপরই অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিয়েছেন বিরোধীরা।
এদিন সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতা সম্বিত পাত্র বলেন, “আজ আপনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে হাজির হলেন না। এমনকি আপনি ইডিকে জিজ্ঞাসাও করতে চান না যে আপনাকে কী কারণে ডাকা হল? আর এতেই সবটা প্রমাণিত হয়। আপনাকে বলা হয়েছে আপনি দুর্নীতির মহাসমুদ্র! যেখান থেকে দিল্লিতে দুর্নীতির উত্থান হয়, সেই স্থান হল আপনার। আর তাই আপনাকে এদিন ইডি ডেকেছিল”।
এরপরই সম্বিত পাত্র বলেন, “যখন সুপ্রিম কোর্ট বলেছে আবগারি দুর্নীতি মামলায় ৩৩৮ কোটি টাকার আর্থিক দুর্নীতি হয়েছে, তখন জনগণকে বলতে হবে অরবিন্দ কেজরিওয়ালের তদন্ত করা উচিত কি উচিত নয়? এই কেলেঙ্কারিতে ৩৩৮ কোটি টাকার দুর্নীতি শুধুমাত্র বরফের চূড়া মাত্র, এর গভীরতা অনেক বেশি”।