নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরা বলেছেন, "আমি বিজেপি এবং জেডি(এস) নেতাদেরকে উদ্দেশ্য করে উল্লেখ করতে চাই যখন আপনারা এতগুলি কেলেঙ্কারির মুখোমুখি হচ্ছেন, তখন একটি নির্বাচিত সরকারকে প্রশ্ন করার নৈতিক অধিকার আপনাদের আছে কি?
আপনিও সাংবিধানিক পদের অপব্যবহার করছেন রাজ্যপাল। কোন প্রেক্ষাপটে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে শোকজ নোটিশ দিচ্ছেন?
আমি মনে করি না রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে শো-কজ-এর ব্যাখ্যা জিজ্ঞাসা করে সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন। মন্ত্রীসভা রাজ্যপালকে তা না করার পরামর্শও দিয়েছে।"
#WATCH | Mysuru: Karnataka Home Minister G Parameshwara says, "...I would like to mention BJP and JD(S) leaders when you are facing so many scams, what moral right you have to question an elected government?... You are also misusing the constitutional head, the Governor...In what… pic.twitter.com/4x9zTIsDsA