নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরা বলেছেন, "আমরা ডেলিভারির ক্ষেত্রে অত্যন্ত ভাল কাজ করেছি। আমরা ৫৬ হাজার কোটি টাকা দরিদ্র মানুষকে দিয়েছি। বিজেপি শাসনাধীন ভারত সরকার কর্ণাটককে অবহেলিত করেছে।
বাজেটে কর্ণাটককে কী দিয়েছে? অর্থমন্ত্রী আমাদের রাজ্যের। আপনি যখন অন্ধ্রপ্রদেশকে ১৫ হাজার কোটি টাকা, ওড়িশাকে, বিহারকে ২৫ হাজার কোটি টাকা দিতে পারেন।
কর্ণাটক কি ভুল করেছে? আমরা আপনাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ জিএসটি দিয়েছি। আমাদের প্রাপ্য ভাগ আমাদের পাওয়ার কথা। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবারের মতো কোনও রাজ্য আদালতে তহবিল চেয়েছে। এই ধরনের সরকার বেশিদিন স্থায়ী হবে না।"
#WATCH | Mysuru: Karnataka Home Minister G Parameshwara says, "...We have done extremely well in terms of delivery. We have given Rs 56 thousand crores to the poor people...Government of India under the rule of the BJP has neglected Karnataka in terms of development. What have… pic.twitter.com/5aOTTXbSgo