৫৬ হাজার কোটি টাকা - কারা কারা পেল?

বাজেট সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরা।

author-image
Shroddha Bhattacharyya
New Update
fhntrg

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরা বলেছেন, "আমরা ডেলিভারির ক্ষেত্রে অত্যন্ত ভাল কাজ করেছি। আমরা ৫৬ হাজার কোটি টাকা দরিদ্র মানুষকে দিয়েছি। বিজেপি শাসনাধীন ভারত সরকার কর্ণাটককে অবহেলিত করেছে।

Congress leader G Parameshwara to take oath as Karnataka deputy CM

বাজেটে কর্ণাটককে কী দিয়েছে? অর্থমন্ত্রী আমাদের রাজ্যের। আপনি যখন অন্ধ্রপ্রদেশকে ১৫ হাজার কোটি টাকা, ওড়িশাকে, বিহারকে ২৫ হাজার কোটি টাকা দিতে পারেন।

No question of Dalit CM when post isn't vacant: G Parameshwara

কর্ণাটক কি ভুল করেছে? আমরা আপনাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ জিএসটি দিয়েছি। আমাদের প্রাপ্য ভাগ আমাদের পাওয়ার কথা। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবারের মতো কোনও রাজ্য আদালতে তহবিল চেয়েছে। এই ধরনের সরকার বেশিদিন স্থায়ী হবে না।"


Adddd