সব শেষ! কর্ণাটক জল ছাড়া থাকবে?

আগামী ১৫ দিন কর্ণাটককে প্রতিদিন ৫ হাজার কিউসেক জল দিতে হবে তামিলনাড়ুকে। আর এখানেই সমস্যা বাড়ছে কর্ণাটকের।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ezgif.com-webp-to-jpg (19)(1).jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: গতকালই কাবেরী ওয়াটার রেগুলেশন কমিটি (CWRC) জানিয়েছে আগামী ১৫ দিন কর্ণাটককে প্রতিদিন ৫ হাজার কিউসেক জল দিতে হবে তামিলনাড়ুকে। আর এতেই জলবন্টন মামলায় ফের দেখা গিয়েছে নতুন বিতর্ক।

কালাবুরাগীর বিজেপি নেতা বাসভরাজ ইঙ্গিন কাবেরী ওয়াটার রেগুলেশন কমিটি নিয়ে কথা বলতে গিয়ে এদিন বলেন, “কর্ণাটক সরকারের কাছে CWRC-এর সাম্প্রতিক নির্দেশ মেনে নেওয়া ছাড়া হইতো কোনও উপায় নেই। কিন্তু এই নির্দেশ কর্ণাটকের কৃষকদের ঋণের ফাঁদে ঠেলে দিল। যখন কর্ণাটকে জল নেই, তখন জল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কাবেরী ছাড়া কর্ণাটকের আর কোনও ভরসার জায়গা নেই। আর এবার সেখান থেকেও ৫ হাজার কিউসেক করে জল ছাড়তে হবে। এখন কর্ণাটক সরকারকে কঠিন সংগ্রাম করতে হবে এই জন্যে”।