নিজস্ব সংবাদদাতা: ইতিমধ্যেই দেশে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। এই আবহেই লোকসভা নির্বাচনে কংগ্রেসের অবস্থান সম্পর্কে কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেছেন, "কংগ্রেস জিতবে।
আমরা এবার কর্ণাটকে আগের রেকর্ডের সংখ্যা ভেঙে দেব।"
#WATCH | Belagavi: Karnataka Deputy Chief Minister DK Shivakumar says, "Congress will win hands down... We will break the earlier numbers in Karnataka this time..." pic.twitter.com/d7Q6w47Nhf