রাজ্যে বড় দুর্নীতিঃ এবার মুখ্যমন্ত্রীর পদত্যাগ-শীঘ্রই বিদায় নেবে সরকার! জেলে যাবে সবাই-ঘোষণা বিরোধী দলনেতার

বর্তমান রাজ্য সরকারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কর্ণাটক বিধানসভার লোকনেতা আর অশোক।

author-image
Aniruddha Chakraborty
New Update
কম

নিজস্ব সংবাদদাতাঃ মুডা চেয়ারম্যান মারি গৌড়ার পদত্যাগ প্রসঙ্গে কর্ণাটক বিধানসভার বিরোধী দলনেতা আর অশোক বলেন, "এক এক করে সবাই পদত্যাগ করবেন। এখন মারি গৌড়া এবং পরেরটি সিদ্দারামাইয়া। কেলেঙ্কারির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। লোকায়ুক্ত তদন্ত চলছে, হাইকোর্ট তদন্তের নির্দেশ দিয়েছে। এই সরকার দুর্নীতিগ্রস্ত, তাই পদত্যাগ করাই তাদের একমাত্র বিকল্প। ইডিও এই ইস্যুতে ঢুকে পড়েছে। এই সরকার শীঘ্রই বিদায় নেবে। এটা নিশ্চিত যে টাকা বেল্লারী নির্বাচনে গিয়েছিল। তারা হাতেনাতে ধরা পড়েছে। সবাই জেলে যাবে।"

প্রসঙ্গত, এদিন এর আগে জানা যায়, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার ঘনিষ্ঠ সহযোগী এবং এমইউডিএ-র চেয়ারম্যান মারি গৌড়া ঘোষণা করেছেন যে তিনি শারীরিক সমস্যার কথা উল্লেখ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন। মারি গৌড়া বলেন, "আমি নগরোন্নয়ন দফতরের সচিবের কাছে পদত্যাগপত্র দিয়েছি, মুখ্যমন্ত্রী আমাকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন, তাই আমি পদত্যাগ করেছি। আমার শরীর ভালো না, তাই পদত্যাগ করেছি। মুডার তদন্ত চলছে। তদন্ত হোক। তদন্তে উঠে আসবে সত্য। আমার ওপর কোনো চাপ নেই। শারীরিক অসুস্থতার কারণে আমি পদত্যাগ করেছি। এই বিষয়ে মুখ্যমন্ত্রী আমার উপর কোনও চাপ দেননি।"