হু হু করে ছড়িয়ে পড়ছে কলেরা! আক্রান্ত ৯ মাসের শিশু!

কর্ণাটকে কলেরার পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করলেন কর্ণাটক বিধানসভার বিরোধী দলনেতা।

author-image
Shroddha Bhattacharyya
New Update
R ASHOKAqw1.jpg

নিজস্ব সংবাদদাতা: কর্ণাটক বিধানসভার বিরোধী দলনেতা, আর অশোক বলেছেন, "এটি একটি দুঃখজনক বিষয়। ১৫ জনেরও বেশি মানুষকে জয়নাগারা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৫ জনের মধ্যে ১০ জনই শিশু, যাদের মধ্যে একজনের বয়স মাত্র ৯ মাস।

BVNJHKJ

সরকার চেকআপের জন্য অনেক বেশি টাকা নিচ্ছে, আমি সরকারের কাছে দাবি জানাই টেস্টিং ও চিকিৎসার খরচ সরকারকেই বহন করতে হবে।

bjp leader ashoke editted .jpg

কলেরার কারণে ইতিমধ্যেই রাজ্যে ২০ জন মানুষ প্রাণ হারিয়েছে।"

Adddd