রাহুল গান্ধীকে এর জন্য ক্ষমা চাইতে হবে

রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করলেন কর্ণাটক বিধানসভার বিরোধী দলনেতা, আর অশোক।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
R ASHOKAqw1.jpg

নিজস্ব সংবাদদাতা: কর্ণাটক বিধানসভার বিরোধী দলনেতা, আর অশোক বলেছেন, "১৯৭৫ সালে, দেশে জরুরি অবস্থার ঘোষণা করা হয়েছিলো।

BVNJHKJ

এটি বেআইনি ছিলো। সংবিধান জরুরি অবস্থার অনুমতি দেয় না। সেই সময়ে, তারা সমস্ত বিরোধী নেতা এবং সাংবাদিকদের জেলে বন্দি করে রেখেছিলো।

R Ashokaw1.jpg

সংবিধানে এর কোনও বিধান ছিলো না, তাই আমরা দাবি জানাচ্ছি যে, রাহুল গান্ধীকে এর জন্য ক্ষমা চাইতে হবে।"

 

Adddd