নিজস্ব সংবাদদাতা: মহিলা সংরক্ষণ বিল নিয়ে নীরবতা ভাঙলেন বিশিষ্ট আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল। মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ার পর প্রায় এক সপ্তাহ পর নিজের প্রতিক্রিয়া দিলেন তিনি।
এদিন তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী কেন ২০১৪ সালে বিলটি পাশ করেননি? তিনি এটি তখনই পাশ করতে পারতেন। তারা যদি এটিকে সমর্থন করত তবে আমরা এটি আরও আগেই পাশ করতাম। ২০১০ সালে তাদের ইশতেহারে বলা হয়েছিল যে তারা নারী সংরক্ষণ বিল পাশ করবে, তার মানে তাদের প্রথম কাজটি করা উচিত ছিল ২০১৪ সালেই। সেই বছরেই সংসদে বিলটি পেশ করা উচিত ছিল। এখন তারা ২০২৪ সালের নির্বাচনের সামনে এটি করছে। আমরা জানি নারীদের সাথে এর কোনো সম্পর্ক নেই। আসলে সবই রাজনীতি। এটি ২০২৯ সালে লাঘু করা হবে। আর তারা এখন থেকে ২০৪৭ সালের স্বপ্ন দেখাচ্ছেন। যা সত্যিই আশ্চর্য বিষয়”।