নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গ যখন অস্বস্তিকর গরমে নাজেহাল, সেই সময় এল কালবৈশাখীর বার্তা। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। শনি ও রবিবার মেঘলা আকাশই থাকবে বাংলা জুড়ে। দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা তো রয়েইছে। বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে স্বল্প সময়ের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার পর্যন্ত এমন পরিস্থিতি থাকতে পারে বলেই জানা যাচ্ছে। তবে হ্যাঁ এটাও ঠিক যে কালবৈশাখী যতোই হোক, সর্বোচ্চ তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। অর্থাৎ গরম এখন সবে শুরু, রেহাই এখনই মিলছে না।