নিজস্ব সংবাদদাতা: গতকাল রাতে ইডি দফতরে পা রাখলেও, আজ থেকে শুরু হচ্ছে জিজ্ঞাসাবাদ। আজ সকাল থেকেই ইডির মুখোমুখি হবে জ্যোতিপ্রিয় মল্লিক। ইডি সূত্রে খবর আজ সকাল থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে টানা জেরা করা হবে।
গতকাল রাতে জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা করা হয়নি। পাশাপাশি ইডি দফতরের সেলে জ্যোতিপ্রিয়র থাকার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে ২ জন কেন্দ্রীয় জওয়ান ও ১ জন রাজ্য পুলিশের কনস্টেবল রয়েছেন। এদিকে, জ্যোতিপ্রিয়র পরিবার থেকে পোশাক ও পাখা দেওয়া হয়েছে। পরিবার থেকে দেওয়া হয়েছে বাড়ির খাবারও। গতকাল হাসপাতাল থেকে হেঁটেই বেরোন বনমন্ত্রী। রেশন বণ্টন দুর্নীতি মামলায় ধৃত বনমন্ত্রীকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যায় ইডি। রাতের খাবার নিয়ে হাসপাতালে আসেন জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক।