নিজস্ব সংবাদদাতা: রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিককে জেরায় চাঞ্চল্যকর তথ্য। ইডির পেশ করা রিপোর্টে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। যা জানা যাচ্ছে, আদালতে পেশ করা রিপোর্টে ইডি দাবি করেছে, ‘খাদ্যমন্ত্রী থাকাকালীন তাঁর দফতরে রেশন বণ্টনে দুর্নীতির কথা জানতেন বালু’। এমনটা নাকি জেরায় স্বীকার করেছেন খোদ জ্যোতিপ্রিয় মল্লিক।
ব্যাঙ্কশাল আদালতে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে, সেখানে ইডি দাবি করেছে, ‘চালকল-গমকল মালিক থেকে শুরু করে ডিলার, ডিস্ট্রিবিউটরদের একাংশের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এফআইআর দায়ের থেকে সিআইডি তদন্ত, খাদ্যমন্ত্রী থাকাকালীন সবই গোচরে ছিল জ্যোতিপ্রিয়র। গত ৩১ অক্টোবর জেরায় স্বীকার করেছেন ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক’। কিন্তু সব জেনেও চুপ ছিলেন মন্ত্রী। দুর্নীতির কোনও প্রতিবাদ করেননি তিনি। নিজেও জড়িয়েছেন তাতে, এমনই চাঞ্চল্যকর দাবি এনেছে ইডি।