নিজস্ব সংবাদদাতা: তিনি রাজ্যের মন্ত্রী। রাজ্যের দু’টি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমান বনমন্ত্রী বলে কথা, আর সেই মন্ত্রীর এখন ঠাঁই জেলের অন্দরে। স্বাভাবিক ভাবেই সহজে মেনে নেওয়া সম্ভব নয়। যেমনটা পারেননি পার্থ চট্টোপাধ্যায়ও। কিন্তু দুর্নীতির মামলায় জড়িয়েছেন দু’জনেই। ফলে সহজে যে নিস্তার নেই, সেটাই স্বাভাবিক।
এবার জেলে ঢোকার সময় অবাক দাবি করলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আলিপুর সংশোধনাগারের দায়িত্বপ্রাপ্ত অফিসারকে তিনি উল্লেখ করে বলেন, “আমার শরীর ভালো নেই। আমাকে এসএসকেএমে পাঠান”। কিন্তু জেলের তরফে জানানো হয়, তাঁর সুগার লেভেল, প্রেসার সবকিছুই স্বাভাবিক রয়েছে। কমান্ড হাসপাতালের চিকিৎসকরা রিপোর্ট দিয়ে জানিয়েছেন তিনি সুস্থই আছেন। এরপর আর কোনও উপায় না থাকায় জেলেই ঢুকতে হয় মন্ত্রীকে।
জেল সূত্রে জানা যাচ্ছে, জেলের কাছেও ঘটে বিপত্তি। জেলের এক কর্মী তাঁকে পয়লা বাইশ নম্বরের জেলের কাছে নিয়ে গেলে জেল দেখে বেজায় চটে যান তৃণমূলের প্রিয় ‘বালু দা’। তিনি ক্ষুব্ধ হয়েই বলেন, “আমি জেলে ঢুকব না। আমাকে এসএসকেএমে নিয়ে চল। আমি রাজ্যের মন্ত্রী। আর এই জেল রাজ্যের মধ্যেই পড়ে। আমি মন্ত্রী হয়ে কিছুতেই জেলে থাকতে পারব না”।
যদিও এই রাগের কোনও ফলাফলই হয়নি। শেষমেশ সেই পয়লা বাইশ নম্বরই হয়েছে মন্ত্রীর স্থান।