নিজস্ব সংবাদদাতা: সন্দেশখালিতে ‘আক্রান্ত’ ইডির আধিকারিকরা। আক্রান্ত সংবাদমাধ্যমও। আর এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যের আইন ব্যবস্থার প্রতি ক্ষোভ প্রকাশ করলেন জাস্টিস গাঙ্গুলি।
শুক্রবার এই বিষয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। সম্পূর্ণ ঘটনা শুনে হতবাক হয়ে যান বিচারপতি। পুলিশের ভূমিকা জানতে চান তিনি। তিনি বলেন, “পুলিশ কী করছিল? পুলিশ কি ঘটনাস্থলে যায়নি?”
এরপরই জাস্টিস গাঙ্গুলি বলেন, “রাজ্যপাল কেন ঘোষণা করছেন না, রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে? তদন্তকারী সংস্থা আক্রান্ত হলে কীভাবে তদন্ত হবে?”
সন্দেশখালির ঘটনা প্রসঙ্গে কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেলের উদ্দেশ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “শুনলাম, আপনাদের লোকেদের মেরেছে। আপনারা কী করছিলেন? ওদের সঙ্গে গুলি-বন্দুক থাকে না? চালাতে পারে না?” ওই আইনজীবী তখন জানান, ইডির অফিসারদের মেরেছে। ২ জন গুরুতর জখম হয়েছেন। তখন বিচারপতি বলেন, “দু’জন অফিসারকে মেরেছে, ২০০ জনকে পাঠান”।
এদিন কার্যত এই ভাবেই সন্দেশখালির ঘটনায় ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।