বাংলার জন্যে সুখবর, অপেক্ষার আর ৪৮ ঘন্টা, আসছে বর্ষামঙ্গল

আগামী ২-৩ দিনের মধ্যেই বাংলায় প্রবেশ করবে মৌসুমী বায়ু।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
weather-effects-composition_23-2149853295-ezgif.com-avif-to-jpg-converter (1)

File Picture

নিজস্ব সংবাদদাতা: একে একে ভারতের অন্যান্য রাজ্যেও পা রাখছে বর্ষা। মূলত, এই মুহুর্তে পশ্চিম মৌসুমী বায়ু কেরালায় প্রবেশ করেছে। একই সাথে উত্তর-পূর্ব ভারতের রাজ্য গুলোতেও প্রবেশ করেছে বর্ষা। এবার আরও একটু স্বস্তির খবর শোনালো মৌসম ভবন।

rain photography

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের অবশিষ্ট অংশ এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কিছু অংশ, ত্রিপুরা, মেঘালয়, আসামের অবশিষ্ট অংশ এবং উপ-হিমালয় পশ্চিমবঙ্গ ও সিকিমের বেশিরভাগ অংশে অগ্রসর হয়েছে। একই সাথে, মধ্য আরব সাগরের আরও কিছু অংশ, দক্ষিণ আরব সাগরের অবশিষ্ট অংশ, লাক্ষাদ্বীপ এলাকা, কেরালা, কর্ণাটকের কিছু অংশ, তামিলনাড়ুর আরও কিছু অংশ এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের আরও কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির জন্য পরিস্থিতি অনুকূল। আগামী ২-৩ দিনের মধ্যেই বাংলায় প্রবেশ করবে মৌসুমী বায়ু, এমনটাই জানাচ্ছে আইএমডি।

GO5TrpxbMAADUrF.png

Add 1