প্রশ্নের উত্তর নেই বলে নাটকবাজি-জুনিয়র ডাক্তাররা কুণালের নাম শুনলেই পালাও!

ফের জুনিয়র ডাক্তারদের আক্রমণ করলেন কুণাল ঘোষ।

author-image
Aniruddha Chakraborty
New Update
Kunal ghosh

file pic

নিজস্ব সংবাদদাতাঃ কখনও আন্দোলন নিয়ে, কখনও অনশন নিয়ে, কখনও বা প্রতিবাদ নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষকে বারেবারে মন্তব্য করতে শোনা গিয়েছে। আক্রমণ শানিয়েছেন চিকিৎসকদের। কখনও কটাক্ষ করেছেন, কখনও বা তীব্র বাক্যবাণ শানিয়েছেন। তবে তাঁর মন্তব্যের সেই অর্থে কোনও প্রতিক্রিয়াই দেননি জুনিয়র চিকিৎসকরা। উল্টে তাঁদের মুখ থেকে শোনা গিয়েছে কুণালের কোনও মন্তব্যেই পাল্টা প্রতিক্রিয়া দেবেন না। কারণ তাঁরা এই তৃণমূল নেতাকে একপ্রকার ‘পাত্তা’ দিতেই নারাজ।এবার এই কুণালকে নিয়েই বড় সিদ্ধান্ত নিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট। এবার থেকে তারা অফিশিয়ালি কুণালকে নিয়ে কোনও প্রতিক্রিয়া দেবেন না।

রবিবার রাতে পাল্টা টুইট বার্তায় কুণাল ঘোষ বলেন, "নির্দিষ্ট প্রশ্নগুলোর উত্তর না থাকায় জুনিয়র ডাক্তাররা সাংবাদিক বৈঠক থেকে প্রশ্ন এড়িয়ে পালিয়ে গেলেন। ওঁরা নাকি আমার প্রশ্নের উত্তর দেবেন না। আরে, থাকলে তো দেবেন। দাদারা শিখিয়ে দিয়েছেন, কুণাল ঘোষের কথার সঙ্গে জড়াতে যেও না। নাম শুনলেই পালাও। বাম, অতি বামের কথায় জুনিয়র ডাক্তাররা সম্পূর্ণ নেতিবাচক বিশৃঙ্খল পথে যাচ্ছেন। কোনো অনশনকারী অসুস্থ হলে বা তাঁদের কোনও ক্ষতি হলে দায়ী থাকবেন এই সাংবাদিক বৈঠকে ফুটেজ খাওয়া মাতব্বররা।"