নিজস্ব সংবাদদাতা: পড়ুয়া মৃত্যুর পর অন্তর্বর্তী উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। গণিত বিভাগের অধ্যাপক বুদ্ধদেব সাউয়ের নামে সিলমোহর আগেই দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই অনুযায়ী, রবিবারই বিশ্ববিদ্যালয়ের এসে তিনি জানয়েছিলেন, গাফিলতি মেনে নিতে হবে। পড়ুয়াদের নিরাপত্তার কথা ভাবতে হবে।
এরপর সোমবারই দায়িত্বভার কাঁধে তুলে নিলেন বুদ্ধদেব সাউ। এদিনই অন্তর্বর্তী উপাচার্য হিসেবে অফিসিয়ালি কাজ শুরু করলেন তিনি। এসেই কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেন তিনি। পড়ুয়াদের সাথেও কথা বললেন। যাতে পড়ুয়াদের আর কোনও সমস্যায় পড়তে না হয়, কার্যত সেই দিকটাই দেখবেন তিনি।