নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সীমান্তের কাছে নিহত হয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের ভিডিওগ্রাফার ইসাম আবদুল্লাহ।
রয়টার্স কর্তৃপক্ষ জানিয়েছে, 'আমাদের ভিডিওগ্রাফার ইসাম আবদুল্লাহ নিহত হয়েছেন জেনে আমরা গভীরভাবে শোকাহত। ইসাম দক্ষিণ লেবাননে রয়টার্সের একটি ক্রু দলের অংশ ছিলেন, যিনি লাইভ সিগন্যাল সরবরাহ করছিলেন। আমরা জরুরি ভিত্তিতে আরও তথ্য খুঁজছি, ওই অঞ্চলের কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি এবং ইসামের পরিবার ও সহকর্মীদের সহায়তা করছি।'
জানা গিয়েছে, এই হামলার ঘটনায় আরও ৬ জন সাংবাদিক আহত হয়েছেন।