নিজস্ব সংবাদদাতা: উত্তরাখণ্ডের চামোলিতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল আগেই। এর কারণ হিমাচল প্রদেশের ভয়াবহ বন্যা পরিস্থিতি। হড়পা বানের জেরে বহু জায়গাতেই যোগাযোগ বিচ্ছিন্ন। তবে চামোলি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। ফলে সেখানে দ্রুত যোগাযোগ স্থাপন করা প্রয়োজন ছিল। তাই এবার তৈরি হল অস্থায়ী সেতু।
বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও) জোশিমঠ মালারি হাইওয়ে, জুম্মার কাছে একটি অস্থায়ী সেতু তৈরি করেছে। যার পর ধীরে ধীরে যানবাহন চলাচল আবার শুরু হয়েছে।
যা জানা যাচ্ছে, ১০ জুলাই, জুম্মার মালারি হাইওয়ের কাছে দেওগড়ে জোশিমঠের সাথে গ্রামের সংযোগকারী সেতু জলের তোড়ে ভেসে যায়। আর তারপর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন ছিল ওই গ্রামের সাথে।