যন্তর মন্তর, তৃণমূল না, সুযোগ পেল চাকুরি প্রার্থীরা

যন্তর-মন্তরে আধঘন্টার জন্যে ধর্নায় বসার অনুমতি পেলেন চাকুরি প্রার্থীরা।

New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: দিল্লির আবহাওয়া এখন রাজনৈতিক তাপে উত্তপ্ত। একদিকে তৃণমূলের দিল্লি চলো কর্মসূচী। অন্যদিকে রাজ্যের চাকুরিপ্রার্থীদের প্রতিবাদী কর্মসূচী। আর এই দুইয়ের মাঝে কার্যত আম্পায়ারের ভূমিকা পালন করছে কেন্দ্র।

যা জানা যাচ্ছে, আগামীকাল যন্তর মন্তরে ধর্না কর্মসূচী পালন করবে তৃণমূল কংগ্রেস। অথচ সেই কর্মসূচীর অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। এদিকে দক্ষিণ ২৪ পরগণার ২০০৯ সালের প্রাথমিকের চাকরিপ্রার্থীরাও পৌঁছে গিয়েছেন দিল্লি। গতকালই দিল্লিতে পা রেখেছেন তারা। আজ সকালে যন্তর মন্তর থানায় গিয়ে তারা অনুমতি নেন যন্তর-মন্তরে আধঘন্টার জন্যে ধর্নায় বসার। তাঁদের দাবি ছিল একটায় তৃণমূল শাসিত সরকার ১০০ দিনের কাজের টাকার দাবিতে, আবাস যোজনার বাড়ির দাবিতে ধর্না কর্মসূচী পালন করতে পারছেন অথচ তারা ২০০৯ সালের চাকুরিপ্রার্থী হয়েও, প্যানেলে নাম থেকেও তাঁদের চাকরি দিতে পারছেন না।

যেখানে কেন্দ্রের বিরুদ্ধে সরব হচ্ছে রাজ্য সরকার; সেখানে রাজ্য সরকারের বিরুদ্ধেই সরব হচ্ছে চাকুরি প্রার্থীরা। এদিন সেই দাবিতেই ধর্নার অনুমতি পেয়ে যান চাকুরি প্রার্থীরা। দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত ধর্না কর্মসূচী পালন করেন এরাজ্যের অবহেলিত চাকুরি প্রার্থীরা।