নিজস্ব সংবাদদাতাঃ রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, "আমরা মাইয়া সম্মান যোজনার আওতায় ডিসেম্বর মাস থেকে বাড়িয়ে ১০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছি।"
এই বিষয়ে জেএমএম সাংসদ মহুয়া মাঝি বলেন, "মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন মাইয়া সম্মান যোজনা এনেছিলেন কারণ বিজেপির আমলে - ২০০০ সাল থেকে আজ অবধি যখন রাজ্যে বেশিরভাগ বিজেপি সরকার ছিল, তখন তারা কখনই মহিলাদের জন্য চিন্তা করেনি। বিজেপি সরকারের আমলে নারী পাচার চরমে পৌঁছেছিল। গুমলা, সিমডেগা, খুন্তি এবং অন্যান্য অঞ্চলের মতো গ্রামীণ অঞ্চলে কত প্লেসমেন্ট এজেন্সি গড়ে উঠত এবং বাইরে থেকে দালালরা এখানে আসত এবং কাজের নামে তাদের অন্য রাজ্যে নিয়ে যেত। চাকরির নামে তাদের শোষণ করা হতো। মুখ্যমন্ত্রী শুধু তাঁদের ফিরিয়ে আনেননি, তাঁদের চাকরির সঙ্গে যুক্ত করার জন্য আমাদের রাজ্যেও ইস্যু চালু করেছেন।"