নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জেএমএম সাংসদ মহুয়া মাজি বলেছেন, "সেখানে যে সহিংসতা হয়েছে তা ঠিক নয়, এত মানুষ প্রাণ হারিয়েছে, স্বৈরাচার ভুল ছিল।
আমরা আশা করি শীঘ্রই সেখানে শান্তি বিরাজ করবে কারণ আমরা বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভাগ করে নিয়েছি এবং যদি অশান্তি চলতে থাকে, সেটি ভারতকেও প্রভাবিত করতে পারে।
আমাদের সরকারের উচিত বিরোধীদের কথা শোনা এবং ধৈর্য্য ধারণ করা, এই সময়ে কোনও নেতিবাচক মন্তব্য করা উচিত নয়।"
#WATCH | On the Bangladesh situation, JMM MP Mahua Maji says, " The violence that happened there is not right, so many people lost their lives, the dictatorship was wrong. We hope that peace prevails there soon because we share border with Bangladesh and if unrest continues there… pic.twitter.com/9yI2zwnlhW