নিহতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা সাহায্য, আশ্বাস কাশ্মীর প্রশাসনের

কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা সাহায্যের আশ্বাস দিয়েছেন। আহতরা পাবেন এক লক্ষ টাকা। গুরুতর আহতদের এয়ার লিফটের সাহায্যে জম্মুতে নিয়ে যাওয়া হচ্ছে।

author-image
Tamalika Chakraborty
New Update
accident edit .jpg

নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরে লেফটেন্যান্ট গভর্নর আশ্বাস দিয়েছেন,  কাশ্মীরের ডোডা জেলায় বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে। আহতদের এক লক্ষ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি তিনি বাস দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, জম্মু ও কাশ্মীর প্রশাসন সব রকমভাবে তাঁদের সাহায্য করবেন। বুধবার সকালে কাশ্মীরের ডোডা জেলার আসার অঞ্চলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ঘটনায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহতদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ডোডা জেলা হাসপাতালে দুই জনের মৃত্যু হয়েছে। বাস দুর্ঘটনায় এক শিশু কন্যা গুরুতর আহত হয়েছে। তবে বর্তমানে তার পরিস্থিতি স্থিতিশীল। বৃহস্পতিবার তার অস্ত্রোপচার হবে। অন্যদিকে, গুরুতর আহত দুই যাত্রীকে এয়ার লিফটের সাহায্যে জম্মুতে নিয়ে যাওয়া হয়েছে।