নিউজ ডেস্ক, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম প্রাণকেন্দ্র পাঁচমাথা মোড়ে ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে রাখি বন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল আজ। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার জেলাশাসক সুনিল আগারওয়াল, ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা সহ ঝাড়গ্রামের উচ্চপদস্থ পুলিশ কর্তারা। রাখি পরিয়ে, মিষ্টি মুখ করে অনুষ্ঠানের সূচনা হয়। এর পরেই ঝাড়গ্রামের সাধারণ মানুষকে অনুষ্ঠানের মধ্য দিয়ে এক অভিনব বার্তা দেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা।
সাধারণ মানুষকে প্রাণে ঝুঁকি না নিয়ে হেলমেট পড়ে ও গাড়িতে সিট বেল্ট লাগিয়ে যান চলাচল করার কথা বলেন সুপার। এছাড়াও নিজের স্বার্থে বেশ কিছু মানুষ ষড়যন্ত্র করতে থাকে ঝাড়গ্রামকে অশান্ত করার জন্যে; তাঁদের ষড়যন্ত্রে যেন কেউ পা না দেয় সেই বার্তাও পৌঁছে দেন ঝাড়গ্রামের পুলিশ সুপার।