নিজস্ব সংবাদদাতা: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কার্পুরি ঠাকুরকে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করেছেন। এই বিষয়ে, জেডি(ইউ) নেতা রাজীব রঞ্জন (লালন সিং) বলেছেন, "আমি বিহারের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিহারে বসবাসকারী প্রতিটি মানুষই যুগ যুগ ধরে এটাই চেয়েছে।/anm-bengali/media/post_attachments/ae2efeba3448b873bf8eaee23fe958b04ab5f254a2bfdf3421eb71702f03d35b.jpg)
জননায়ক কার্পুরি ঠাকুর শুধু কার্পুরি ঠাকুর নামেই পরিচিত ছিলেন না, তাঁর নামের সঙ্গে 'জননায়ক' শব্দটি পরস্পর সংযুক্ত ছিল। তিনি মানুষের হৃদয়ে ছিলেন, আছেন, থাকবেন।"
/anm-bengali/media/post_attachments/88de9e9b3f75534150d9ea1f96940bcc6720aaf88b4c6c7430622d83cc3de1c5.jpg)
/anm-bengali/media/post_attachments/4bffcf8b31519cb304df40ed8b6807b9b9c2a10cfb0bcc8391c61246a21890ee.webp)